দোয়ারাবাজারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের সংবর্ধনা ও পুরষ্কার প্রদান
দোয়ারাবাজার (সুনামগঞ্জ)সংবাদদাতা :
দোয়ারাবাজারে এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৫- জিপিএ -৫ প্রাপ্ত দোয়ারাবাজার উপজেলার ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন। একই সময়ে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ২৮ জন শিক্ষার্থীকে পুরুষ্কার প্রদান করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দোয়ারাবাজার উপজেলা পরিষদের হলরুমে এই আয়োজন সম্পন্ন হয়।
প্রথমে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন স্কুল এবং মাদ্রাসা হতে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ১৯ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সবাইকে ক্রেষ্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ সম্মাননা প্রদান করা হয়।
পরে দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অর্থায়নে ২০২৩.২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এসএসসি,দাখিল, এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ২৮ জন শিক্ষার্থীকে পুরুষ্কার প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও দোয়ারাবাজার উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সালেহীন খাঁন,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক সংগ্রামের দোয়ারাবাজার সংবাদদাতা মোহাম্মদ কামাল উদ্দিন, ভিআর ডিবি কর্মকর্তা শাহিনুর রহমান।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন ও উপজেলার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

No comments: